লঙ্কান অধিনায়ককে ফেরালেন পার্টটাইমার স্পিনার

ক্যান্ডিতে দ্বিতীয় টেস্টের ৪র্থ দিনে আধিপত্য বিস্তার করে চলেছে বাংলাদেশের বোলাররা। একটু খরুচে হলেও প্রথম সেশনে ৩ উইকেট শিকার করেছে বাংলাদেশ। শেষ ১০ ওভারে ৪৬ রান দিয়ে নিয়েছে ২টি উইকেট।

দিনের শুরুতেই ব্রেকথ্রু এনে দেন স্পিনার তাইজুল। ইনিংসের ১৪তম ওভারের তৃতীয় বলে ম্যাথুজকে শর্ট লেগে দাঁড়ানো ইয়াসির আলি রাব্বির হাতে ক্যাচে পরিণত করে সাজঘরে পাঠান তাইজুল।

এরপর সাবলীলভাবে খেলে অর্ধশতক পূরণ করেন দুর্দান্ত ফর্মে থাকা লঙ্কান অধিনায়খ দিমুথ করুনারত্নে। তার ব্যাটে ভর করেই বড় লিডের পথে যাচ্ছিল স্বাগতিকরা।

কিন্তু প্রথম টেস্টের ডাবল সেঞ্চুরিয়ানকে থামিয়ে দিলেন পার্টটাইম স্পিনার সাইফ হাসান।

হঠাৎ করেই সাইফ হাসানের হাতে বল তুলে দেন অধিনায়ক মুমিনুল হক। এ যেন বাজি ধরলেন মুমিনুল। বাজিতে জিতেও গেলন। নিজের তৃতীয় ওভারেই লঙ্কান অধিনায়ককে সাজঘরে পাঠিয়ে দেন সাইফ।

আউট হওয়ার আগে ৭৮ বলে ৬৬ রান করেন লঙ্কান অধিনায়ক।

করুণারত্মের পর বেশিক্ষণ টিকে থাকতে পারেননি ধনঞ্জয়াও। তাকে ঘূর্ণিজালে পরাস্ত করেন মেহেদী হাসান মিরাজ।২৯.৪ ওভারে মিরাজের বলে ব্যাট চালাতে গিয়ে স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ধরা পড়েন ধনঞ্জয়া। আউট হওয়ার আগে ৫২ বলে ৪১ রান করেন এ অলরাউন্ডার।

এ প্রতিবেদন লেখার সময় ৩৫ ওভার শেষে শ্রীলংকার সংগ্রহ ৫ উইকেটে ১৫২ রান। প্রথম ইনিংসের ২৪২ রানসহ তাদের লিড এখন ৩৯৫ রানে। ক্রিজে নেমেই ওয়ানডে মেজাজে খেলছেন পাথুম নিশাঙ্কা। ২১ বলে খেলে ২০ রানে অপরাজিত তিনি। তাকে সঙ্গ দিচ্ছেন নিরোশান ডিকভেলা।  তিনি ব্যাট করছেন  ৯ রানে।

 

সুত্রঃ যুগান্তর