লকডাউনের ৭ম দিনে লালপুরে ৯ মামলা

লালপুর প্রতিনিধি :
দেশব্যাপী লকডাউনের সপ্তম দিনে নাটোরের লালপুর উপজেলায় করোনা ভাইরাস মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপজেলার বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়েছেন। এসময় সরকারী আদেশ প্রতিপালন না করায় এবং স্বাস্থ্যবিধি অমান্য করায় ৯টি মামলায় ৯ ব্যাক্তিকে ৩১শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,  বুধবার (৭ জুলাই) বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সীমা খাতুনের নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যদের সহযোগীতায়  ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয। এছাড়াও লালপুর উপজেলার বিভিন্ন পয়েন্টে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের টহল দিতে দেখা যায়।
এব্যাপারে লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাম্মী আক্তার জানান, লকডাউন কার্যকর করতে  আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সহায়তায়  ৭জুলাই লালপুরে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে  ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।