রোহিঙ্গা নির্যাতন বন্ধে প্রতিবেশীদের সঙ্গে আলোচনা করবে ভারত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর হত্যা ও নির্যাতন বন্ধ করতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যেতে হবে বলে মনে করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।

 

আজ শনিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ভারতের সংবিধান দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন শ্রিংলা।

 

ভারতীয় হাইকমিশন ও বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ সোসাইটি যৌথভাবে সংবিধান দিবসের অনুষ্ঠানটির আয়োজন করে।

 

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর চলমান অত্যাচার-নিপীড়ন বন্ধের বিষয়ে ভারতের করণীয় জানতে চাইলে হর্ষবর্ধন বলেন, ‘আমরা সীমান্তে শান্তি ও স্থিতি চাই। ভারতের সঙ্গে প্রতিবেশী দেশের সীমান্তে শান্তির পাশাপাশি, বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে শান্তির বিষয়েও আমরা সচেতন। আগেই বলেছি, আমরা বাংলাদেশ ও মিয়ানমার, দুটি দেশেরই প্রতিবেশী। দুই দেশই যেন সুফল ভোগ করে সে কথা চিন্তা করেই আমরা সবার সঙ্গে আলোচনা করব।’

সূত্র: এনটিভি