রোহিঙ্গা গণহত্যা বন্ধের দাবিতে চাঁপাইয়ে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
মিয়ানমারে রোহিঙ্গাদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদ এবং রোহিঙ্গাদের মর্যাদাসহ নিজ ভূমিতে ফিরিয়ে নেয়ার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে ‘কালের কন্ঠ দর্শক ফোরাম শুভ সংঘ’ ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রতিশ্র“তি’র যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে সাংস্কৃতিক কর্মী, শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।

ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন- অ্যাড. মিজানুর রহমান, জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম, জাসদ সমর্থিত ছাত্রলীগ সভাপতি আব্দুল মজিদ, সাংবাদিক শহিদুল হুদা অলক, আব্দুর রব নাহিদ প্রমুখ।

রোহিঙ্গাদের উপর চলমান গণহত্যা ও বর্রর নির্যাতনকে সমর্থন করায় চীন ও রাশিয়াকে ধিক্কার জানিয়ে বক্তারা বলেন, মিয়ানমার সরকার রোহিঙ্গাদের উপর যে নির্যাতন ও গণহত্যা চালাচ্ছে, তা মধ্যযুগের বর্বরতাকেও হার মানিয়েছে। তারা বলেন, মিয়ানমারকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করা হোক। নৃশংস এ গণহত্যা বন্ধে জাতিসংঘ আরো জোরালো ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা সকলের।

 

স/আ