রাজশাহীতে প্রতিমা বিসর্জন শুরু

নিজস্ব প্রতিবেদক:

হিন্দু ধর্মের অন্যতম উৎসব শারদীয় দুর্গাপূজা। আজ শনিবার বিজয়া দশমীর দিনে রাজশাহীতে প্রতিমা বিসর্জন শুরু হয়েছে। দুপুর থেকেই রাজশাহী মহানগরীর পদ্মা নদীর পাড়ে এ প্রতিমা বিসর্জনের কাজ শুরু হয়।

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। দেবীর বন্দনায় প্রতিটি পূজামন্ডপে থাকবে কেবলই বিষাদের ছায়া। মাকে বিদায়ের আয়োজনে বিষন্ন মন নিয়েই উৎসবে মেতেছিলেন ভক্তরা।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সহকারি কমিশনার ইফতেখায়ের আলম সিল্কসিটিনিউজকে বলেন, ‘কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়ায় ভালো ভাবেই প্রতিমা বিসর্জনের কাজ চলছে।’

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টির রাজশাহী অঞ্চলের সভাপতি অনিল কুমার সিল্কসিটিনিউজকে বলেন, ‘রাত ৯টার মধ্যে প্রতিমা বিসর্জনের জন্য সব পূজা মন্ডপে বলা হয়েছে। শান্তিপূর্ণভাবে এ কাজ শেষ হবে বলে আশা করছি।’

উল্লেখ্য, রাজশাহীতে এ বছর মোট ৪২০টি মণ্ডপে দুর্গা পূজার আয়োজন করা হচ্ছে। এর মধ্যে নগরীতে ৭২টি পূজামণ্ডপ হবে। বাকি মণ্ডপগুলো রয়েছে জেলার নয়টি উপজেলায়।

 

স/আ