রোহিঙ্গা ক্যাম্পে দুগ্রুপের গোলাগুলি, নিহত ৩

সিল্কসিটি নিউজ ডেস্ক

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুগ্রুপের মধ্যে গোলাগুলিতে তিনজন নিহত ও দুইজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

মঙ্গলবার রাত ২টার দিকে উখিয়ার জামতলি ১৫ নম্বর ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) মধ্যে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- আবুল কাসেম, মো. জোবাইর ও মো. জয়নাল। তিনজনই রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো শামীম হোসেন জানান, রাতে উখিয়া ১৭ নম্বর মধুরছড়া ও জামতলি ১৫ নম্বর ক্যাম্পে আরসা ও আরএসও মুখোমুখি অবস্থান নেয়। একপর্যায়ে দু’পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে ওই ৩ জন নিহত হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার বিকেলে ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে ইমাম হোসেন নামে এক যুবক নিহত হয়।