রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে রাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাননবন্ধন পালন পালন করেছে শিক্ষার্থীরা। বুধবার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

 
মানবন্ধনে বক্তরা বলেন, প্রায় ৪ বছর ধরে  মায়ানমারে শত শত রোহিঙ্গাদের পুড়িয়ে হত্যা করা হচ্ছে, কত নারীকে ধর্ষণ করে মারা হচ্ছে, প্রাণের ভয়ে দেশ থেকে পালিয়ে অধিকাংশ এখন সাগরে ভাসছে। অথচ তাদের ব্যাপারে কার্যকরি কোন পদক্ষেপনিচ্ছে না কেউই। মানবাধিকার সংগঠনগুলো কী করছে?

 
মানববন্ধন থেকে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোকে মিয়ানমারের রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জাননো হয়।

 
মানববন্ধন থেকে আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আবারও একই ইস্যুতে মানববন্ধনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা।

 
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী শরিফুল হকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ইতিহাস বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আমিনুল ইসলাম, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মাহফুজুর রহমান প্রমুখ।

স/অ