রোবিনহো-তারিকদের পারফরম্যান্সে খুশি অস্কার

২৬ মিনিটের পর থেকে বাকি সময়ে দশ জনের দল নিয়ে খেলতে হল বসুন্ধরা কিংসকে। তবুও যেন হাল ছাড়েনি অস্কার ব্রুজোনের শিষ্যরা। শেষ ৪৫ মিনিটে আবাহনীর রক্ষণে আক্রমণের পসরা সাজিয়েছিল কিংস ফরোয়ার্ডরা। যদিও শেষ পর্যন্ত ড্র করেছে কিংস তবুও ছেলেদের পারফরম্যান্সে খুশি কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন।

সিলেটে আবাহনীর হোম ভেন্যু থেকে এক পয়েন্ট নিয়ে ফিরতে পেরেই খুশি অস্কার। যদিও শেষ দিকে কিংসলে-সুমনরা সহজ সুযোগ নষ্ট না করলেও জয় নিয়েই ফিরতে পারতো লিগ টপাররা। ম্যাচ শেষে অস্কার ব্রুজোন বলেন,’ছেলেরা আজ সেরাটা চেষ্টা করেছে। পারফরম্যান্স ও এক পয়েন্টে আমি খুশি। তবে সহজ সুযোগ গুলা আমাদের কাজে লাগানো উচিত ছিল। ‘

চোটের কারণে এ ম্যাচে ছিলেন না দলের নিয়মিত দুই ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ ও ইয়াসিন আরাফাত। দুই গুরুত্বপূর্ণ ফুটবলার না থাকা সত্ত্বেও কিংসের বাকি ডিফেন্ডারদের প্রশংসা করেছে অস্কার ব্রুজোন,’যারা ছিল তারা নিজের দায়িত্ব পালন করেছে। তারিক নিজের সেরাটা খেলেছে। ‘