রোনালদো-এমবাপ্পেদের বিশ্বকাপ অভিযান

চ্যাম্পিয়নস লিগ নকআউট রাউন্ডের পুরোটা হয়েছে লিসবনে। অথচ খোদ পর্তুগাল নিজেদের রাজধানীতে খেলতে পারছে না বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ। করোনার প্রকোপে ক্রিস্তিয়ানো রোনালদোদের ম্যাচটি সরিয়ে নেওয়া হয়েছে ইতালির তুরিনে। পর্তুগালের মতো ইউরোপের অন্য দলগুলোও কোয়ারেন্টিন ও ভ্রমণের নানা জটিলতা নিয়েই মাঠে নামবে আজ থেকে শুরু হওয়া বাছাই পর্বে। প্রথম দিনই বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স দর্শকহীন গ্যালারিতে মুখোমুখি হচ্ছে ইউক্রেনের। এ ছাড়া নেদারল্যান্ডস খেলবে তুরস্কের বিপক্ষে, বেলজিয়ামের প্রতিপক্ষ ওয়েলশ, সার্বিয়া মুখোমুখি হবে রিপাবলিক অব আয়ারল্যান্ডের আর গত বিশ্বকাপ রানার্স আপ ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ আজ স্লোভেনিয়া।

কিছুদিন আগেই পেলের সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। এবার আন্তর্জাতিক ফুটবলে ইরানের আলী দাইয়ির ১০৯ গোলের কীর্তি পেছনে ফেলার হাতছানি তাঁর সামনে। আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর গোল ১০২টি। আজারবাইজানের পর ২৭ মার্চ সার্বিয়া ও ৩০ মার্চ তিনি খেলবেন লুক্সেমবার্গের বিপক্ষে। সহজ তিন প্রতিপক্ষের সঙ্গে আলী দাইয়ির আরো কাছে যেতে মুখিয়ে থাকার কথা রোনালদোর।

 

সুত্রঃ কালের কণ্ঠ