‘রেলওয়ের ১৩ হাজার ৬১১টি পদ শূন্য’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রেলওয়ের  শূন্যপদের মধ্যে বর্তমানে ২ হাজার ৫৯টি পদে নিয়োগ চলমান রয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। তিনি বলেন, ‘রেলওয়ের ৪০ হাজার ২৬৪টি পদের মধ্যে ১৩ হাজার ৬১১টি শূন্য রয়েছে। শূন্য পদের মধ্যে প্রথম শ্রেণির ১৪২টি, দ্বিতীয় শ্রেণির ৫৮৩টি, তৃতীয় শ্রেণির ৭ হাজার ৯৩৭টি এবং চতুর্থ শ্রেণির ৪ হাজার ৯৪৯টি।’ সোমবার জাতীয় সংসদে প্রশ্ন-উত্তরে সংসদ  সদস্য আমিনা বেগমের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

 

সামশুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে রেলমন্ত্রী জানান, ‘বর্তমানে বাংলাদেশ রেলওয়ের অব্যবহৃত ভূমির পরিমাণ ১০ হাজার ৬৯৩ দশমিক ২৯ একর। রেলওয়ের উন্নয়ন বিষয়ক সভায় অব্যবহৃত ভূমিগুলোয় পিপিপির আওতায় আধুনিক হাসপাতাল ও মেডিক্যাল কলেজ, ৫ তারকা হোটেল-কাম-বাণিজ্যিক ভবন, মোটেল, বহুতল বিশিষ্ট শপিং মল-কাম-গেস্ট হাউস ইত্যাদি নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে চট্টগ্রামের জাকির হোসেন রোডে ৫ তারকা হোটেল, চট্টগ্রাম, খুলনা ও কুমিল্লায় শপিং কমপ্লেক্স-কাম-গেস্ট হাউস এবং ঢাকা ও চট্টগ্রামে আধুনিক হাসপাতাল ও মেডিকেল কলেজ নির্মাণের কাজ চলমান রয়েছে।’

 

সানজিদা খানমের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ রেলওয়েতে মোট ৪৫৯টি স্টেশন রয়েছে। লোকবলের অভাবে ১৩৮টি স্টেশনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ আছে।’

 

নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে রেলমন্ত্রী জানান, ‘গত ৭ বছরে রেলওয়ের অবৈধ দখলে থাকা ৬৯২ দশমিক ৩৫ একর রেলভূমি অবৈধ দখল মুক্ত করা হয়েছে।’

সূত্র: বাংলা ট্রিবিউন