রেড হ্যাট এখন আইবিএমের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জনপ্রিয় ওপেন সোর্স ভিত্তিক সফটওয়‍্যার প্রতিষ্ঠান রেড হ্যাটকে কিনে নিয়েছে শীর্ষ কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান আইবিএম।

এই অধিগ্রহণে আইবিএমের খরচ করতে হয়েছে ৩ হাজার ৪০০ কোটি মার্কিন ডলার। সম্প্রতি আইবিএম আনুষ্ঠানিকভাবে রেড হ্যাটকে কেনার বিষয়টি নিশ্চিত করেছে।

এটি প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় অধিগ্রহণের ঘটনা। আইবিএম নগদ অর্থ হিসেবে রেড হ্যাটকে শেয়ার প্রতি ১৯০ মার্কিন ডলার দেবে। ২০১৯ সালের দ্বিতীয়ার্ধে রেড হ্যাট কেনার প্রক্রিয়া শেষ হবে।

আইবিএম প্রধান নির্বাহী জিনি রমেত্তি বলেন, রেড হ্যাট অধিগ্রহণের ফলে আইবিএমের ক্লাউড সেবায় আরও নতুনত্ব আসবে। গ্রাহকরা আরও উন্নত সেবা পাবে।

লিনাক্স অপারেটিং সিস্টেম ও এন্টারপ্রাইজ সফটওয়্যার প্রতিষ্ঠান রেড হ্যাট। গ্রাহককে লিনাক্স সমর্থন, প্রশিক্ষণ এবং পরামর্শ সেবা দিতে অর্থ নেয় প্রতিষ্ঠানটি।

বর্তমানে ক্লাউড নির্ভর সেবার ব‍্যবহার বাড়ছে। এই খাতে এগিয়ে আছে অ্যামাজন, গুগল ও মাইক্রোসফট। তাই প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের সঙ্গে এগিয়ে থাকার ঢাল হিসেবে রেড হ্যাটকে ব‍্যবহার করতেই আইবিএমের এই অধিগ্রহণ বলে বলছেন অনেকেই।

সিনেট অবলম্বনে