রিয়াদে কারখানায় কারখানায়  বিস্ফোরণে ৯ বাংলাদেশি নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সৌদি আরবের রিয়াদের কারখানায়  বিস্ফোরণে ৯ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছে আরো ৬ জন।

শুক্রবার সকালে  রিয়াদের এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের কয়েকজন হলেন, কিশোরগঞ্জের মোহাম্মদ ইকবাল, সিলেটের যুবায়ের, ব্রাক্ষ্মণ বাড়ির সেলিম, নরসিংদীর হিমেল, মজিদ খান, রবিন আহমেদ ও  মানিকগঞ্জের রাকিব হোসেন।

বাংলাদেশি দূতাবাস সূত্রে জানা যায়, রিয়াদে অবস্থিত আল নুরা বিশ্ববিদ্যালয় এলাকার একটি ভবনে স্থানীয় সময় শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। ওই ভবনে বাংলাদেশিসহ কয়েকটি দেশের নির্মাণ শ্রমিকেরা থাকতেন। নিহতদের লাশ ও আহত ব্যক্তিদের রিয়াদের একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

সৌদির স্থানীয় একটি বার্তা সংস্থা রিয়াদ সিভিল ডিফেন্সের মুখপাত্র মেজর মোহাম্মদ আল-হামাদির বরাত দিয়ে জানায়, শ্রমিকদের থাকার ওই ভবনের প্রবেশদ্বারে আগুন লাগে। সে সময় সেখানে ৪৫ জন শ্রমিক ছিল। সেখানে মোট ৫৪ জন থাকতেন, যা ধারণ ক্ষমতার চেয়ে বেশি।

ভেতরের দিকের কক্ষগুলো থেকে শ্রমিকদের বেরোনোর অন্য কোনো পথ ছিল না। নিহতদের অধিকাংশই ওই সব কক্ষের বাসিন্দা বলে সিভিল ডিফেন্সের এক টুইটে বলা হয়েছে।