রিবতিহীন ‘বনলতা’য় আগ্রহ বাড়ছে যাত্রীদের

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী-ঢাকা-রাজশাহীগামী বিরতিহীন নতুন ট্রেন ‘বনলতা এক্সপ্রেস’-এ আগ্রহ বাড়ছে যাত্রীদের। দিনরাত লাইনে দাঁড়িয়ে টিকিট নিতে ভিড় করছেন যাত্রীরা।
মঙ্গবার রাতেও টিকিট নিতে ছয়টি লাইনে দাঁড়িয়ে ভিড় করতে দেখা যায় যাত্রীদের। এরই মধ্যে ৪ মে পর্যন্ত এ ট্রেনে এসির কোনো টিকিট নেই বলে জানা গেছে। সব টিকিটই বিক্রি হয়ে গেছে।
স্টেশন কর্তৃপক্ষ জানায়, বনলতা এক্সপ্রেস-এ আগ্রহ বাড়ছে যাত্রীদের। এরই মধ্যে ৪ মে পর্যন্ত এ ট্রেনে এসির কোনো টিকিট নেই। সব টিকিটই বিক্রি হয়ে গেছে।
তবে ৫ মে এবং তার পরের তারিখের বনলতার এসির টিকিট পাওয়া যাচ্ছে কাউন্টারে ও অনলাইনে।
২৫ এপ্রিল রাজশাহী-ঢাকা-রাজশাহীগামী বিরতিহীন নতুন ট্রেন ‘বনলতা এক্সপ্রেস’ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন  তিনি। ২৭ এপ্রিল থেকে এ ট্রেনের বাণিজ্যিক যাত্রা শুরু হয়।
স/শা