রিফাত হত্যায় অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির যুক্তিতর্ক শুরু

বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির যুক্তিতর্ক শুরু হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে আসামিদের উপস্থিতিতে বরগুনার শিশু আদালতে বিচারক হাফিজুর রহমানের আদালতে এ যুক্তিতর্ক শুরু হয়। যুক্তিতর্কে প্রথমদিন আদালতে আসামিদের বিপক্ষের যুক্তি উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী জেলা নারী ও শিশু আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. মোস্তাফিজুর রহমান বাবুল।

এদিন রাষ্ট্রপক্ষ ১৬৪ ধারায় আদালতে দেওয়া ৭ আসামির জবানবন্দীর পর্যালোচনামূলক বক্তব্য এবং হত্যাকাণ্ডের সাথে আসামির সম্পৃক্ততা প্রমাণের চেষ্টা করেন। প্রায় দুই ঘণ্টা রাষ্ট্রপক্ষের আইনজীবীর যুক্তিতর্ক উপস্থাপনের পর মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টা পর্যন্ত আদালতের কার্যক্রম মূলতবি করা হয়।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুস্তাফিজুর রহমান বাবুল বলেন, রিফাত হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামিরর যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। আগামী নয় অথবা ১০ কার্যদিবসের মধ্যে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এরপর আদালত এ মামলার রায়ের তারিখ নির্ধারণ করবেন বলেও জানান তিনি।

এর আগে গত বুধবার (৩০ সেপ্টেম্বর) বহুল আলোচিত এ মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির রায় ঘোষণা করেন আদালত। রায়ে নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ছয় জনের ফাঁসির আদেশ দেওয়া হয়। এ ছাড়া বেকসুর খালাস প্রদান করা হয় চারজনকে।

 

সূত্রঃ কালের কণ্ঠ