রিফাত শরীফ হত্যা; শিশু আদালতে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষ

বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার শিশু আদালতে রাষ্ট্রপক্ষের কৌসুলির ২ দিনের যুক্তিতর্ক উপস্থাপন আজ মঙ্গলবার শেষ হয়েছে। আজ সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত রাষ্ট্রপক্ষের কৌসুলী মোস্তাফিজুর রহমান বাবুল তার বক্তব্য উপস্থাপন করেন।

বাংলাদেশ প্রতিদিনকে রাষ্ট্রপক্ষের কৌসুলী বলেন, ১৪ জন আসামির হত্যাকাণ্ডের সাথে সম্পৃত্ততা, আসামীদের বিরুদ্ধে ৭৪ জন সাক্ষীর দেয়া সাক্ষ্য, আসামিদের জবানবন্দী বিস্তারিত পর্যালোচনা করে আসামিরা যে দোষী আদালতকে বুঝাতে সক্ষম হয়েছি। যুক্তিতর্ক চলাকালীন জামিনে থাকা এবং হাজতে থাকা সকল আসামি, তাদের আইনজীবীরা উপস্থিত ছিলেন।

আগামীকাল আসামী পক্ষের আইনজীবীরা রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক খণ্ডন করে তাদের বক্তব্যে পেশ করবেন। আসামি পক্ষের যুক্তিতর্কের শেষে রাষ্ট্রপক্ষ পুনরায় জবাব দেওয়ার পর মামলায় রায় ঘোষণার তারিখ নির্ধারণ করবে আদালত।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন