রিজেন্টের সাহেদের এক সহযোগীকে জামিন দেননি হাইকোর্ট

ভেকু ও পানির পাম্প ভাড়ার টাকা পরিশোধ না করা এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগে মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের সহযোগী রিজেন্ট কেতসিএম-এর ফিনান্স পরিচালক কাজী রবিউল ইসলামকে জামিন দেননি হাইকোর্ট। তার জামিনের আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছেন আদালত।

বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দিয়েছেন। রবিউল ইসলামের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট রুবেল কাজী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।

কাজী রবিউল ইসলামের বিরুদ্ধে গতবছর ২৪ জুলাই উত্তরা (পশ্চিম) থানায় মামলা করেন জনৈক সিরাজুল ইসলাম চৌধুরী। মামলায় আসামির কাছে ৯৫ লাখ ৮১ হাজার ৫৮৮ টাকা পাওনার অভিযোগ আনা হয়েছে। এ মামলায় নিম্ন আদালতে জামিন আবেদন করেন রবিউল ইসলাম। ওই আদালত জামিন না দেওয়ায় হাইকোর্টে জামিন আবেদন করা হয়।

কাজী রবিউলকে ২০১৯ সালের মার্চে গ্রেপ্তার করা হয়। তবে আলোচিত এ মামলায় গতবছর ২৯ সেপ্টেম্বর গ্রেপ্তার দেখানো হয়েছে।

 

সূত্রঃ কালের কণ্ঠ