রিজওয়ানের ব‍্যর্থতায় জীবন পেলেন লিটন দাস

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনটি পুরোপুরি বাংলাদেশের হয়নি। গতকাল পাকিস্তানকে ২৮৬ রানে গুটিয়ে দিয়ে ৪৪ রানের লিড নেওয়ার স্বস্তি ভেস্তে গেছে টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতায়। বাংলাদেশ চার উইকেটে ৩৯ রানে দিন শেষ করে।

আর ৪র্থ দিনের শুরুতেই বাংলাদেশ শিবিরে বড় ধাক্কা দিলেন হাসান আলি।

নিজের বোকামোয় উইকেট বিলিয়ে দিয়ে এলেন। হাসান আলির অফ স্টাম্পের বাইরের বলে চোখ রেখে শট না খেলে ছেড়ে দেন মুশফিকর। তার প্রত‍্যাশার চেয়ে বেশি সুইং করে ভেঙে দেয় অফ স্টাম্প।

৩৩ বলে দুই চারে ১৬ রান করেন মুশফিক।

মুশফিকের আউটের পর ক্রিজে ইয়াসির আলি চৌধুরির সঙ্গী হন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান লিটন দাস।

লিটনও বোকার মতো কাজ করতে গিয়ে আউট হতে বসেছিলেন। বেঁচে গেলেন রিজওয়ানের ব্যর্থতায়।

২৭তম ওভারের নুমান আলির তৃতীয় ডেলিভারিটি একটুর জন‍্য ক‍্যাচ যায়নি শর্ট লেগের ফিল্ডারের হাতে। পরের বলে বেরিয়ে এসে নুমান আলির উপর চড়াও হতে চাইলেন লিটন দাস।

ব‍্যাটে-বলে করতে পারলেন না। ভাগ‍্য সুপ্রসন্ন যে কিপার মোহাম্মদ রিজওয়ান গ্লাভসে জমাতে পারেননি বল। নষ্ট হয় স্টাম্পিংয়ের সুযোগ। সে সময় ৮ রানে ছিলেন লিটন।

এদিকে বেশ বেশ আস্থার সঙ্গে খেলছিলেন ইয়াসির। সোজা ব‍্যাটে খেলছেন। বাজে বল পেলেই  বাউন্ডারিতে পাঠাচ্ছিলেন।

কিন্তু তার ভাগ্য লিটনের মতো ভালো ছিল না। পানি পানের বিরতির এক ওভার আগে শাহিন শাহ আফ্রিদির বল লাগে ইয়াসির আলির হেলমেট। শেষ মুহূর্তে বলের লাইন থেকে সরে যেতে পারেননি ইয়াসির।

প্রথমে খেলা চালিয়ে গেলেও পানি পানের বিরতির সময় ফিজিওর পরামর্শে মাঠ ছাড়েন এই মিডল অর্ডার ব‍্যাটার।

ইয়াসিরের রিটায়ার্ড হার্টের পর লিটন দাসের সঙ্গে ক্রিজে এসেছেন মেহেদী হাসান মিরাজ।

রিপোর্ট লেখার সময় ৩৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৯৮ রান। ১৪২ রানে এগিয়ে টাইগাররা।- যুগান্তর