রাজশাহীর দুই সরকারি কলেজে নয়া উপাধ্যক্ষ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর দুটি নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও সিরাজগঞ্জ মিলে পাঁচটি সরকারি কলেজের উপাধ্যক্ষ পদে নতুন কর্মকর্তা পদায়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৫জন অধ্যাপককে এসব পদে পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

জানা গেছে, রাজশাহী সরকারি কলেজে উপাধ্যক্ষ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জের আদিনা ফজলুল হক সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক অধ্যক্ষ মোহা. ওলিউর রহমানকে, রাজশাহী সরকারি মহিলা কলেজে উপাধ্যক্ষ হিসেবে রাজশাহী সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নাজনীন সুলতানাকে, নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের উপাধ্যক্ষকে ঠাকুরগাঁও পরীরগঞ্জ সরকারি কলেজে (ইনসিটু), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা- অধ্যাপক ব্যবস্থাপনা আব্দুল বারী মির্জাকে, চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জের আদিনা ফজলুল হক সরকারি কলেজের উপাধ্যক্ষ হিসেবে নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা অধ্যাপক ড. সৈয়দ মো. মোজাহাবল ইসলামকে ও সিরাজগঞ্জ সরকারি কলজের উপাধ্যক্ষ হিসেবে একই কলেজের দর্শন বিভাগের অধ্যাপক সুলতান মাহমুদকে পদায়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়।

স/আ