বুধবার , ৬ জুলাই ২০১৬ | ২৪শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

রিও অলিম্পিকসে নাও খেলতে পরে আর্জেন্টিনা!

Paris
জুলাই ৬, ২০১৬ ১০:৫৮ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

অগাস্টে ব্রাজিলে শুরু হচ্ছে অলিম্পিকসের এবারের আসর। কিন্তু তাতে আর্জেন্টিনা ফুটবল দলের খেলার সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

দেশটির অলিম্পিক কমিটির প্রধান হেরার্দো ওয়ার্থিন বলেছেন, অলিম্পিকে অংশ নেয়ার জন্য এখনো পর্যন্ত মাত্র দশজন ফুটবলার পাওয়া যাচ্ছে।

ইউরোপিয়ান ক্লাবে যেসব আর্জেন্টাইন ফুটবলাররা খেলেন তাদের অলিম্পিকসের জন্য ছাড়তে চাইছে না ক্লাবগুলো।

সেকারণে রিও অলিম্পিকসের ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ থেকে সরে আসতে পারে আর্জেন্টিনা।

এর আগে কোপা আমেরিকার আসরের ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হেরে যাওয়ার পর অবসরের ঘোষণা দেন অধিনায়ক লিওনেল মেসি।

এরপর মঙ্গলবার পদত্যাগ করেছেন আর্জেন্টিনার কোচ হেরার্দো মার্তিনো।

সর্বশেষ - খেলা