রায়পুরে আ’লীগের দুপক্ষের সংঘর্ষে মামলা, আসামি শতাধিক

সিল্কসিটিনিউজ ডেস্ক:

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে আওয়ামী লীগের বিবাদমান দুপক্ষের মধ্যে সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনায় পৃথক দুটি মামলা করা হয়েছে। মামলায় সাবেক উপজেলার চেয়ারম্যানসহ শতাধিক লোককে আসামি করা হয়েছে।

রোববার রাতে আওয়ামী লীগ নেতা আতাউল গণি ও আলতাফ বেপারী বাদী হয়ে রায়পুর থানায় এ দুটি মামলা করেন।

জানা যায়, মামলা দুটিতে রায়পুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মাস্টার আলতাফ হোসেন হাওলাদার, তার ভাই চরবংশী ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মফিজ খান, সাবেক যুবলীগ নেতা মোখলেছুর রহমান পান্নু, আনোয়ার গাজী, সুমন হাওলাদারসহ ৯১ জনের নাম উল্লেখ করে শতাধিক লোককে আসামি করা হয়েছে।

শুক্র ও শনিবার চরবংশীর চান্দারখাল এলাকায় মাছঘাটে টেবিল বসা নিয়ে পরাজিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী (স্বতন্ত্র-মোটরসাইকেল) আলতাফ হোসেন হাওলাদারের লোকজনদের সঙ্গে বিজয়ী প্রার্থী (নৌকা) মামুনুর রশিদের কর্মী-সমর্থকদের সংঘর্ষ হয়।

দুদিনে চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের অস্থায়ী দলীয় কার্যালয়সহ ৫টি ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় আওয়ামী লীগের ২৬ নেতাকর্মী আহত হন।

রায়পুর থানার ওসি (তদন্ত) মো. সোলাইমান বলেন, দলীয় কার্যালয়সহ ঘরবাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনায় আওয়ামী লীগের এক পক্ষ থেকে পৃথক দুটি মামলা করা হয়েছে।

এতে সাবেক উপজেলার চেয়ারম্যান, বর্তমান ইউপি চেয়ারম্যানসহ ৯১ আসামির নাম উল্লেখ করা হয়েছে। এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে গ্রেফতারের চেষ্টায় বিভিন্ন স্থানে অভিযান চলছে।