রাসিক মেয়রের সাথে রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের সাক্ষাৎ

গোমস্তাপুর প্রতিনিধি:

রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সাক্ষাৎ করেছেন রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দ। শুক্রবার (০৪ মার্চ) সকালে তার বাসভবনে সাক্ষাৎ করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত)সভাপতি জিয়াউর রহমান, সাবেক সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস,গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন, রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ হাবিবুর রহমান, রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক নাজমুল হুদা খাঁন রুবেল, সদস্য সচিব ইয়াহিয়া খান রুবেল, যুগ্ন আহবায়ক সেরাজুল ইসলাম টাইগার, সদস্য সাবেক ছাত্রলীগ নেতা মুক্তাদির বিশ্বাস, পারভেজ শেখ, মোমিন বিশ্বাস, বদরুজ্জামান দোয়েল, আজিজুর রহমান রহনপুর স্টেশন বাজার ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামান বাবু প্রমূখ।

নেতৃবৃন্দ রহনপুরে পূর্ণাঙ্গ রেলবন্দর বাস্তবায়নে রাসিক মেয়রের সহায়তা কামনা করেন। মেয়র এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের সাথে কথা বলবেন বলে আশ্বস্ত্ব করেন। পরে তারা রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকারের সাথে সাক্ষাৎ করেন।

জি/আর