রাসিক নির্বাচন: ৯ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) আসন্ন নির্বাচনে মেয়র প্রার্থী ৯ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তারা সকলেই সাধারণ কাউন্সিলর পদে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এ নিয়ে সাধারণ কাউন্সিলর প্রার্থীর সংখ্যা দাঁড়ালো ১১২ জনে।
বৃহস্পতিবার পর্যন্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রাসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেনের কার্যালয়ে প্রার্থীতা প্রত্যাহার করে নেন। এর পর বিকালে চার মেয়র ও ১১২ কাউন্সিলর এবং ৪৬ নারী কাউন্সিলর প্রার্থীকে চূড়ান্ত ঘোষণা করা হয়।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, নির্ধারিত সময়ের মধ্যে ৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী লালমন হোসেন, ১৫ নম্বরের ওমর ফারুক, ১৭ নম্বরের মো. মনিরুজ্জামান, ১৯ নম্বরের সিরাজুল ইসলাম, ২১ নম্বরের রায়হানুর রহমান, ২৪ নম্বরের আতিকুর রহমান, ২৬ নম্বরের সারোয়ার জাহান এবং ১১ নম্বরের হান্নান আলী ও মোয়াজ্জেম হোসেন প্রার্থীতা প্রত্যাহার করেছেন।
এদের মধ্যে মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক রায়হানুর রহমান ২১ নম্বর ওয়ার্ডে তাঁর চাচা ফারুক হোসেনের সঙ্গে মনোনয়নপত্র তুলেছিলেন। ফারুক মহানগর যুবলীগের সহসভাপতি। তার ভাই রমজান আলী মহানগর যুবলীগের সভাপতি। চাচার জন্য নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ভাতিজা।
এই নির্বাচনের বৈধ চার মেয়র প্রার্থী হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সদ্য সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন, জাকের পার্টির লতিফ আনোয়ার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুরশিদ আলম।
স/আর