রাসিক নির্বাচনে প্রস্তুত আ.লীগ: বিএনপি তাকিয়ে কেন্দ্রের দিকে

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের ঘোষণা আসার পরপরই জোরে-সরে নড়েচড়ে বসেছে এখানকার রাজনৈতিক দলগুলো। বিশেষ করে বৃহৎ দুই দলের নেতাকর্মীদের মধ্যেই এ নিয়ে আলোচনা, উৎসাহ-উদ্দিপনার সৃষ্টি হয়েছে। নির্বাচান ঘিরে আওয়ামী লীগের মধ্যে রয়েছে ব্যাপক প্রস্তুতি। তবে বিএনপি তাকিয়ে আছে কেন্দ্রীয় সিদ্ধান্তের দিকে।

রাজশাহী সিটি করপোরেশনের বর্তমান মেয়র ও মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, ‘এ নির্বাচন কমিশন যেভাবে সরকারি আজ্ঞাবহে পরিণত হয়েছে-তাতে আমরা কিভাবে অংশ নিব। আমরা সেনাবাহিনী নির্বাচনী মাঠে চাইলে দেওয়া হচ্ছে না। কিন্তু আরপিও সংশোধন করে তাদের এমপিদের নির্বাচনী গণসংযোগে নামতে দেওয়া হচ্ছে। তাহলে তো আর নির্বাচনী পরিবেশ থাকছে না।’

মেয়র বুলবুল আরো বলেন, ‘আমরা ১০বছর ধরে জনগণের সঙ্গেই আছি। কাজেই নির্বাচন এবং আন্দোলন দুটি করার মতোই আমাদের শক্তি আছে। আমরা প্রস্তুতও আছি। এখন কেন্দ্রীয় হাই কমিশননের সিদ্ধান্তের অপেক্ষায় আছি আমরা।’

অপরদিকে সাবেক মেয়র ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, দলীয় সভানেত্রীর সবুজ সংকেত পেয়ে আমি গত প্রায় ছয় মাস ধরে নির্বাচনের মাঠে কাজ করে যাচ্ছি। আমাদের নেতাকর্মীরাও নির্বাচনের জন্য এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে রেখেছেন। আমরা পাড়া-মহল্লায় এরই মধ্যে সভা-উঠান বৈঠক থেকে শুরু করে নানা কর্মসূচি পালন করেছি। সদস্য সংগ্রহের পাশাপাশিও আমরা নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নিয়েছি। কাজেই আমরা সিটি নির্বাচন করতে প্রস্তুত। আমাদের নেতাকর্মীর্ওা এ নির্বাচন ঘিরে উন্মুখ হয়ে আছেন।’

তিনি আরো বলেন, সিটি নির্বাচন ঘিরে আমরা এরই মধ্যে মহল্লা কমিটি প্রস্তুত করে রেখেছি। কয়েকদিনের মধ্যে কেন্দ্রীয় কমিটিও হবে। এই নির্বাচন কমিটি আগামী নির্বাচনে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রচার-প্রচারণা চালাবে।’

লিটন আরো বলেন,গত ৫ বছর দরে রাজশাহীবাসী উন্নয়ন থেকে বঞ্চিত হয়ে আছে। এই ভুল নগরবাসী এখন বুঝতে পারছে। নগরবাসী এবার আর দ্বিতীয় ভুল করতে চায় না। তাই উন্নয়নের স্বার্থে নির্বাচনের জন্য নগরবাসীও প্রস্তুত হয়ে আছে। তাদের নিকট থেকে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি।’

স/আর