রাসিকের সব স্থায়ী কমিটি পুনঃগঠন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী সিটি কর্পোরেশনের ১২তম সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক স্থায়ী কমিটিসমূহ পুনঃগঠন করা হয়েছে। আজ বুধবার রাসিকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুনঃগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন যথাক্রমে অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভাপতি ২২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল হামিদ সরকার টেকন, বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রবিউল আলম মিলু, শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্যরক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভাপতি ৯নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসাঃ নুরুন্নাহার বেগম, নগর পরিকল্পনা ও উন্নয়ন স্থায়ী কমিটির সভাপতি ১৪নং ওয়ার্ড কাউন্সিলর  মোঃ টুটুল, হিসাব নিরীক্ষা স্থায়ী কমিটির সভাপতি ৩০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুস সামাদ, নগর অবকাঠামো নির্মাণ ও সংরক্ষণ স্থায়ী কমিটির সভাপতি ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মুনসুর রহমান, পানি বিদ্যুৎ স্থায়ী কমিটির সভাপতি ১১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবু বাক্কার কিনু, সমাজকল্যাণ ও কমিউনিটি সেন্টার স্থায়ী কমিটির সভাপতি ৫নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসাঃ সামসুন নাহার, পরিবেশ উন্নয়ন স্থায়ী কমিটির সভাপতি ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, ক্রীড়া সংস্কৃতি স্থায়ী কমিটির সভাপতি ১৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মনির হোসেন, জন্ম-মৃত্যু নিবন্ধন ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি ২নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসাঃ নাসিরা খানম, যোগাযোগ স্থায়ী কমিটির সভাপতি ১২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইকবাল হোসেন, বাজার মূল্য পর্যবেক্ষণ, মনিটরিং ও নিয়ন্ত্রণ স্থায়ী কমিটির সভাপতি ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রুহুল আমিন, দুর্যোগ ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাহাবুব সাঈদ টুকু, গোরস্থান, ঈদগাহ, শ্বশ্মানঘাট ব্যবস্থাপনা ও ধর্ম বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ২৬নং ওয়ার্ড কাউন্সিলর নূর মোহাম্মদ মোল্লা, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ১৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুস সোবহান  লিটন, রাজশাহী সিটি কর্পোরেশনের সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ স্থায়ী কমিটির সভাপতি ১৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মুনজুর হোসেন, ইতিহাস পুরাকীত্তি সংরক্ষণ ও পর্যটন উন্নয়ন স্থায়ী কমিটির সভাপতি  ১০নং সংরক্ষিত আসনের কাউন্সিলর  সুলতানা রাজিয়া, মহিলা ও শিশু বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ৮নং সংরক্ষিত আসনের কাউন্সিলর শাহনাজ বেগম শিখা, প্রতিবন্ধী কল্যাণ ও উন্নয়ন স্থায়ী কমিটির সভাপতি ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নুরুজ্জামান, পার্ক ও বিনোদন স্পট ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামরুজ্জামান, শিক্ষা উন্নয়ন ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি ১০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্বাস আলী সরদার।
পুনঃগঠিত কমিটির সভাপতি ও অন্যান্য সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।

স/অ