রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন শাহ্ মোমিন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপ সচিব শাহ্ মোমিন। দায়িত্ব গ্রহণের পর তিনি আজ সোমবার রাসিকের কাউন্সিলরবৃন্দের সাথে এক পরিচিতি সভায় মিলিত হন।

এ সময় তিনি কাউন্সিলরবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করে দায়িত্ব পালনে তাঁদের সহযোগিতা কামনা করেন। দায়িত্ব গ্রহণ করায় কাউন্সিলবৃন্দ তাঁকে শুভেচ্ছা জানিয়ে তাঁর দায়িত্ব পালনের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

পরিচিতি সভায় আলোচনায় অংশগ্রহণ করেন, রাসিকের প্যানেল মেয়র-১ ও ২৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আনোয়ারুল আমিন আযব, ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রবিউল আলম মিলু, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ বেলাল আহম্মেদ।

এ সময় প্যানেল মেয়র-৩ ও ৯নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসাঃ নুরুন্নাহার বেগম, ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মনসুর রহমান, ১২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইকবাল হোসেন দিলদার, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সোহরাব হোসেন শেখ, ১০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্বাস আলী সরদার, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবদুস সোবহান লিটন, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মুনজুর হোসেন, ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাহবুব সাঈদ টুকু, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মনির হোসেন, ৩নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসাঃ মুসলিমা বেগম বেলী, ৫নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসাঃ সামসুন নাহার, ৮নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসাঃ শাহনাজ বেগম শিখা, ১নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসাঃ তাহেরা বেগম মিলি, ১০নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসাঃ সুলতানা রাজিয়া, ৬নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসাঃ মমতাজ মহল লাইলী, ৭নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসাঃ নাজমা খাতুন, রাসিকের সচিব খন্দকার মাহাবুবুর রহমান উপস্থিত ছিলেন।

এর আগে রাসিকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও রাসিকের কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মোমিনকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।

রাজশাহী সিটি কর্পোরেশনে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি বন ও পরিবেশ মন্ত্রীর একান্ত সচিব ছিলেন।

স/অ