রাসিকের ওয়ার্ড পর্যায়ে টিকার রেজিস্ট্রেশন শুরু

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রতিটি ওয়ার্ডে করোনার টিকার রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২ আগস্ট) থেকে রাসিকের ৩০টি ওয়ার্ডে এই কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন-রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম।

তিনি বলেন, আগামি ৭ আগস্ট থেকে ৩০টি ওয়ার্ডে ৬০টি বুথে টিকা দেওয়া হবে। এছাড়া রোবাবর (১ আগস্ট) পর্যন্ত নগরে ২৭ হাজার মানুষ রেজিস্ট্রেশন করেছেন। রেজিস্ট্রেশনকারীরা আগামি দুই-তিনদিনের মধ্যে টিকা গ্রহণের তারিখ পাবে। এছাড়া আগামি ৭ আগস্টের পরে রেজিস্ট্রেশন ছাড়াই জাতীয় পরিচয় পত্রের ফটোকপি বুথে দেখিয়ে টিকা নিতে পারবেন। তবে টিকা নেওয়ার পরে সংশ্লিষ্ট ওয়ার্ডে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

টিকা রেজিস্ট্রেশনের বিষয়ে ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু জানান, ‘২০০ জনের রেজিস্ট্রেশন করা হয়েছে। এই কার্যক্রম অব্যহত থাকবে।’

এছাড়া ১৪ নম্বর ওয়ার্ডে ২৬০ জন করোনার টিকা রেজিস্ট্রেশন করেছেন। অন্যদিকে, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন জানান, ‘৫০০ জন নারী-পুরুষ রেজিস্ট্রেশন করেছন। টিকা পাবে এমন ওয়ার্ডের বাসিন্দাদের রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে।’

স/আ