রাশিয়ায় করোনা হাসপাতালে আগুন

রাশিয়ার একটি নোভেল করোনাভাইরাস (কোভিড-১৯) হাসপাতালে অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয়েছে। শনিবার করোনা রোগীদের একটি রুমে হঠাৎই আগুন লাগে। ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা যান একজন। খবর আরআইএ-এর।

জানা গেছে, রাজধানীর মস্কোর উত্তরপশ্চিমে ওই হাসপাতালটিতে শুধু করোনা আক্রান্তদেরই চিকিৎসা চলছিল। আগুন কীভাবে লেগেছে, তা স্পষ্ট জানা যায়নি। রোগীরা হাসপাতালে ঠিক কী অবস্থায় রয়েছেন, সে বিষয়ে কিছু জানা না গেলেও একটি সূত্রে সবাই সুস্থ আছে বলে দাবি করা হয়েছে।

মস্কোর মেয়র সের্গেই সোবায়ানিন রাতে টুইট করে জানান, আগুন সম্পূর্ণ নেভার পরেও ওই হাসপাতাল থেকে করোনা আক্রান্ত রোগীদের অন্যত্র সরিয়ে দেয়া হচ্ছে।

তিনি জানান, রোগীদের একটি রুম থেকেই আগুন ছড়িয়েছিল।

রাশিয়ায় এখনও পর্যন্ত করোনা আক্রান্ত ২ লাখর বেশি মানুষ। মৃত্যু হয়েছে ১ হাজার ৮০০ জনের। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে মস্কোসহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে লকডাউন চলছে।

সুত্রঃ সময়