রাশিয়ার বিমান হামলায় বাগদাদির মৃত্যুর খবর

সিল্কসিটিনিউজ ডেস্ক: জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) শীর্ষ নেতা আবু বকর আল-বাগদাদি গতমাসে রাশিয়ার এক বিমান হামলায় নিহত হয়ে থাকতে পারেন বলে ধারণা করছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমগুলো শুক্রবার এই খবর প্রকাশ করেছে।
এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে রয়টার্স।

এর আগেও বেশ কয়েকবার বাগদাদির মৃত্যুর গুজব শোনা যায়। তবে প্রতিবারই বাগদাদিকে বেঁচে থাকতে দেখা যায়।

মে মাসে সিরিয়ার রাকায় আইএস এর শীর্ষ নেতাদের এক বৈঠক চলছিল। সে সময় সেখানে বিমান হামলা চালায় রুশ বাহিনী।

ওই বৈঠকে বাগদাদিও ছিলেন এবং বিমান হামলায় তিনিও নিহত হয়েছেন বলে ধারণা পাওয়ার পর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তা পরীক্ষা করে দেখছে বলে জানানো হয় রয়টার্সের প্রতিবেদনে।

আল কায়েদার একটি দলছুট অংশকে নিয়ে ২০০২ সালের দিকে ইসলামিক স্টেট ইন ইরাক (আইএসআই) গড়ে তোলেন বাগদাদি। তার নেতৃত্বেই অল্প কিছুদিনের মধ্যে ক্ষমতাশালী সন্ত্রাসী সংগঠনে পরিণত হয় আইএসআই।