রাশিয়ার দখলে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র

সিল্কসিটি নিউজ ডেস্ক:

পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া। এ ছাড়া দেশটির দক্ষিণের তিনটি অঞ্চলে ‘ফের ব্যাপক সেনা মোতায়েন’ করা হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্টের এক উপদেষ্টা।

গতকাল বুধবার রাশিয়ার সমর্থনপুষ্ট বাহিনীগুলো জানায়, তারা সোভিয়েত আমলে নির্মিত কয়লাচালিত ভুগলেগিরস্ক বিদ্যুৎ কেন্দ্র দখল করেছে। তিন সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে ইউক্রেনে এটি রাশিয়ার প্রথম উল্লেখযোগ্য সাফল্য বলে আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

দোনেৎস্ক অঞ্চলের ওই বিদ্যুৎ কেন্দ্রটি মস্কো সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে চলে গেছে বলে স্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা ওলেক্সি অ্যারিস্তোভিচ। রাশিয়া দক্ষিণাঞ্চলের মেলিতোপোল, জাপোরিজঝা ও খেরসন অঞ্চলে ফের সেনা মোতায়েন করেছে বলে জানিয়েছেন তিনি। তবে এবারের সেনা মোতায়েন ‘আক্রমণাত্মক নয়’, ‘প্রতিরক্ষামূলক’ বলে মনে করছেন তিনি।

ইউক্রেন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, তারা খেরসন পুনরুদ্ধার করতে চায়। যুদ্ধের প্রথমদিকেই রুশ বাহিনীর হাতে দক্ষিণাঞ্চলীয় এই শহরটির পতন হয়েছিল। এর আগে মাইক্রো ব্লগিং সাইট টুইটারে ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের মহাসচিব ওলেক্সি দানিলভ জানিয়েছেন, রাশিয়া খেরসনের দিকে যাওয়ার পথগুলোতে ‘সর্বোচ্চ সংখ্যক সেনা’ জমায়েত করেছে।

দক্ষিণাঞ্চলে থাকা ইউক্রেনের বাহিনীগুলো জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তারা শত্রুপক্ষের ৬৬ জন সেনাকে হত্যা করেছে এবং তিনটি ট্যাঙ্ক ও দুটি অস্ত্রের মজুত ধ্বংস করেছে। রাশিয়ার বাহিনীগুলো মাইকোলাইভ শহরে বেশ কয়েকটি রকেট হামলা চালিয়েছে বলেও জানায় তারা। তবে যুদ্ধক্ষেত্রের এ প্রতিবেদনে যাচাই করতে পারেনি রয়টার্স।

সূত্র: আমাদের সময়