বৃহস্পতিবার , ১০ মার্চ ২০২২ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাশিয়ার আরও ১৬০ নাগরিকের বিরুদ্ধে ইইউ’র নিষেধাজ্ঞা

Paris
মার্চ ১০, ২০২২ ১০:০২ পূর্বাহ্ণ

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাশিয়ার আরও ১৬০ নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। বুধবার ইইউ বলেছে, ইউক্রেনে রুশ সেনাবাহিনীর অভিযানের পরিপ্রেক্ষিতে তারা আরও জোরদার করেছে নিষেধাজ্ঞা।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন বলেছেন, আমরা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সেনা অভিযানের প্রতিক্রিয়া হিসেবে নিষেধাজ্ঞার জাল আরও জোরদার করেছি। এরই পরিপ্রেক্ষিতে রাশিয়ান ফেডারেশন কাউন্সিলের সদস্যসহ ১৬০ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তির রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোর থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে। অভিযানে ইতিমধ্যে ইউক্রেনের বিভিন্ন শহর দখলে নিয়েছে রুশ বাহিনী।

এমন পরিস্থিতিতে ইউক্রেনে যুদ্ধ বন্ধ না করলে রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা দেওয়া হবে বলে জানিয়েছিলেন ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন।

তিনি বলেছিলেন, আমরা জানি এই দ্বন্দ্ব শেষ হয়নি। এটিও খুব স্পষ্ট, পুতিন যে যুদ্ধটি শুরু করেছেন, দ্রুত তা বন্ধ না করলে তার বিরুদ্ধে আমরা আরও কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুত।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - আন্তর্জাতিক