রামেক হাসপাতাল ল্যাবে ১০ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীতে দিনদিন বাড়ছে করোনা সংক্রমনের হার। চিকিৎসকরা বলছেন- মাস্ক ও স্বাস্থ্যবিধি সবাইকে মানতে হবে। করোনার সংক্রমরোধে এর বিকল্প নেয়, যতদিন না ওষুধ বা টিকা বের হয়।

গত (২ ডিসেম্বর) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ল্যাবে মোট ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ১০ জনের করোনা পজিটিভ রিপোর্ট হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, তাদের ল্যাবে এ দিন রাজশাহীর মোট ৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

এর মধ্যে ১০ টি নমুনার করোনা পজিটিভ হয়। এর মধ্যে ৬৭ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। আর নমুনা বাতিল হয়েছে ২ টি।