রামেক হাসপাতাল ল্যাবে ইসলামী ব্যাংকের ৭ কর্মকর্তাসহ ৪৮ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ল্যাবে ইসলামী ব্যাংকের ৭ কর্মকর্তা ও দুই চিকিৎসকসহ মোট ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে বুধবার। এদিন ১৮৮ জনের নমুনা পরীক্ষা শেষে ৪৮টি নমুনায় করোনা পজিটিভ পাওয়া যায়। বাকিগুলোর করোনা নেগেটিভ আসে। দুটি নমুনা বাতিল হয়।

তবে এই ৪৮ জনের মধ্যে অধিকাংশই হলেন রাজশাহী নগরীর বাসিন্দা। কয়েকজন আছেন রামেক হাসপাতালের রোগী। তবে রামেক হাসপাতাল ল্যাবেও আজ রাজশাহীর করোনা পজিটিভের সংখ্যা কমেছে। বিশেষ করে নগরীর আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে অনেকটা। গত কয়েকদিন ধরে এই ল্যাবে গড়ে অন্তত অর্ধশত পজিটিভ শনাক্ত হয়ে আসছিল নগরীর বাসিন্দাদের। কিন্তু আজ সেখানে সবমিলিয়ে ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে রাজশাহীতে ইসলামী ব্যাংকের আরও ৭ কর্মকর্তা করোনা আক্রান্ত হওয়ায় এই ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে করোনা আতঙ্ক দেখা দিয়েছে চরম।

স/আর