রামেক ল্যাবে করোনা শনাক্ত হলো যাদের

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে (রামেক) রাজশাহীর ১৮ ও পাবনার ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ বুধবার রামেক ল্যাবে মোট ১৮৫ জনের নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে মোট ৩২ জনের করোনা শনাক্ত হয়। তবে গত কয়েকদিন পরে এত পরিমাণ করোনার নমুনা পরীক্ষা করে মাত্র ৩২ জনের পজিটিভ পাওয়া গেলো।

আজ যাদের করোনা শনাক্ত হয়েছে তারা হলেন, রাজশাহী সিটি করপোরেশন এলাকার শামীম(২৯) ও জাহানারা (৭০), রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নূর আয়েশা(৩৭)। রাজশাহীর পবা উপজেলার আব্দুল হাকিম(৫৯), মোস্তাফিজুর(২৫), রেজাউল(৪৫), মনোয়ারা খাতুন(৩৪), নাজমুল হুদা(২০), আল রোমান(৩২), হাসান আলী(৪২), এস এম সামসুল(৪০), শরিফুল ইসলাম(৫৩), মমতাজ বেগম(৪৭) ও সানজিদা (১৬)।

রাজশাহী বাঘা উপজেলার আবু রায়হান(৩৪), রবিন খান(২৫) ও জহুরা খাতুন(৩৬)।
পাবনা সদর উপজেলার মনিরুল(৩০), শাহিনুর(৩৬), মাসুদ রানা(২২), রনি রেজা(৩৬), রাহাত(১৮), জুয়েল(২০), মনিরুজ্জামান(৩২), ডাঃ আনসারুল হক(৫৯), পাবনার বেড়া উপজেলার তানভীর হায়দার(৫৬) ও মোঃ শহিদুল ইসলাম(৩৫), পাবনা সুজানগর উপজেলার তারা খাতুন(৩২), ডাঃ নাজমুল ও হোসেন(২৯) এবং পাবনা সাঁথিয়া উপজেলার বখতিয়ার আলম(৫২), সবুর আলী(৪০) ও আব্দুল্লাহ মান্নান(৬০)।
স/আর