রামেক হাসপাতালে মোবাইল চোরদের দৌরাত্ব চরমে

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) মোবাইল চোরদের দৌরাত্ব চরম আকার ধারণ করেছে। কখনো রোগীর স্বজন পরিচয়ে, কখনো ক্লিনার পরিচয়ে ওয়ার্ডে ঢুকে একের পর এক রোগী এবং তাদের স্বজনদের মোবাইল হাতিয়ে নিচ্ছে চোর সিন্ডিকেটের সদস্যরা।

সর্বশেষ শনিবারো অন্তত ৫টি মোবাইল চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডের ১৬ নম্বর বেডের রোগীর স্বজনের একটি মোবাইল চুরির ঘটনা ঘটে। বাকিগুলো ঘটেছে হাসপাতালের ৩০, ১৬ ও ১৪ নম্বর ওয়ার্ডে।

২৯ নম্বর ওয়ার্ডে সকাল পৌনে সাতটার দিকে ঘটনাটি ঘটে। অন্যগুলোও ঘটে ভোরের দিকে। রোগী এবং তাদের স্বজনরা যখন ঘুমিয়ে পড়ছেন তখনই মোবাইল চুরির ঘটনা বেশি ঘটছে। তবে হাসপাতালের ওয়ার্ডগুলোতে দায়িত্বরত আনসার সদস্যরা এনিয়ে কোনো তৎপরতা দেখাচ্ছেন না বলে অভিযোগ আছে।

২৯ নম্বর ওয়ার্ডের ১৬ নম্বর বেডের রোগীর স্বজন শহিদুল ইসলাম বলেন, ভোরে ঘুমিয়ে পড়ি। তখন ফোন ছিলো বেডের নিচে চার্জে দেওয়া। একজন লোক ক্লিনার পরিচয়ে ওয়ার্ডে ঢুকে ওই সময় ফোনটি নিয়ে যায়। দেখতে পেয়ে পাশের বেডের আরেক রোগীর স্বজন চিৎকার দিয়ে ওঠে। কিন্তু তার আগেই চম্পট দেয় চোর।এভাবে হাসপাতালের ওই ওয়ার্ড থেকেই গত কয়েক দিনে চারটি ফোন চুরির ঘটনা ঘটে। ওই ওয়ার্ডের আরেক রোগী সুশান্ত বিষয়টি নিশ্চিত করেছেন। হাসপাতালের দায়িত্বরত আনসার সদস্যরা এ নিয়ে কোনো ভূমিকা রাখছেন না বলে অভিযোগ করেন হাসপাতালের আরো একাধিক রোগী। তবে হাসপাতালের আনসার কমান্ডার আনোয়ার হোসেন বলেন, চুরি রোধে আনসার সদস্যরা কাজ করছে। তবে চুরি রোধে রোগীর স্বজনদেরো সচেতন হতে হবে।

স/আর