রাজশাহীতে নতুন যারা করোনায় আক্রান্ত হলেন


নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী মেডিকের কলেজ (রামেক) হাসপাতালের করোনা পরীক্ষা ল্যাবে মঙ্গলবার (৩০ জুন) আরো ৫৭ জনের করোন ধরা পড়েছে। এদের সকলেই রাজশাহী নগরী ও জেলায় অবস্থান করছেন। এদিন ল্যবটিতে মোট ১৯৭ জনের নমুনা পরীক্ষা করা হয়।

আক্রান্তদের মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হসপাতালের অন্তত ৭জন চিকিসক আছেন। এছাড়া একজন নার্স ও ল্যাবে কর্মরতরাও রয়েছেন।

এদিকে রাজপাড়া থানার ওসি শাহাদত হোসেনও করোনায় আক্রান্ত বলে জানা গেছে। হাসপাতালের ল্যাবে তার নমুনা পরীক্ষা করা হয় আজ।

রামেক ল্যাবে শনাক্ত হওয়া রাজশাহীর ১৫ জন হলেন-রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার, রুনু (৫০), রোকেয়া বেগম(৭০), নগরীর ঘোরামারা এলাকার  কুমার এবং র‌্যাব-৫ এর সদস্য কামরুল ইসলাম (৪২)। এছাড়াও তানোর উপজেলার মিঠন (২৩), রায়হান(১৮), সুমন (৩২), আলমগীর (৩৮), তুষার (২৭), সোহান (২৮), আরিফ হোসেন (২৮) এবং নুর-এ-আলম (৩১)।

অন্যদিকে রামেক হাসপাতাল ল্যাবে শনাক্ত হওয়া রাজশাহীর ৫৮ জন হলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিকৎসক রাফার ছেলে আহমেদ আল রাফা (৪), চিকিকৎসক রাফা (২৯), আকলিমা (৭২), ফাতেমা খাতুন (৪৭) তারা সকলেই চিকিকৎসক রাফার পরিবারের সদস্য। এছাড়াও গাইনি বিভাগের চিকিকৎসক শারমিন আক্তার (৪০), চিকিকৎসক মমিনুল হক (৪৩), নার্স  আসমাতুন (২৭), চিকিৎসক নাফিসা (৩১), চিকিৎসক নুসরাত জাহান (২৫), রামেক হাসপাতালের কম্পিউটার অপারেটর মুক্তারুননেসা ((২৮), রেকর্ড রুমের কর্মচারী বাসিুরননেসা (৩১), ল্যাবের কম্পিউটার ওপারেটর রওসনারা (৩৪), হাসপাতালের রোগী নজরুল ইসলাম (৫০), শাহীন (৪০), রেজাউল (৩৩), মিরা (৪৯), ফরিদা (৫০), শাহানাজ (৩১), রাজপাড়া থানার ওসি শাহাদত হোসেন ৫৮), রামেক হাসপাতালের রোগী মরিয়ম (৩৫), রাশেল কুমার (৩২), ডক্টর ময়েজ উদ্দিন (৪২), ডক্টর বিমল কুমার (৬৮), কামরুল হাসান (৫৬), নাজমুল হাসান (৪৮), আব্বাস আলী ((৪৫), নাসিরা খানম (৫৬), আবু রহিম (৩৩), সংকর (৫০), জালাল (৭৫), সুলতান (৬৫), রামেক হাসপাতালেল ১৪ নম্বর ওয়ার্ডের জহির (৪০), মনির (৩০) ও জান বক্স (৬৪), ৬ নম্বর ওয়ার্ডের রুবেল (৩০), মিশন হাসপাতালের কিষ্ণ (৫৭), তাসিন (১৮), পুলিশ লাইনস হাসপাতালের কামরুজ্জামান (৩৭), নগরীর সব্জিপাড়া এলাকার ইফফাত আরা (২৫), শালবাগান এরাকার হাবিবুর রহমান (৪৮), হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডের নূর মহল, নগরীর মুনিরা রহমান (২৩), নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুস্তাফিজুর রহমান (৬১), ২৩ নম্বর ওয়ার্ডের সামশিয়া (২৩), ৩ নম্বর ওয়ার্ডের আফজাল হোসেন (৫৮), একই নম্বর ওয়ার্ডের ফারজানা আক্তার (২৮), ২৭ নম্বর ওয়ার্ডের হেলাল (৩৬), ২০ নম্বর ওয়ার্ডের মনোয়ার খান (৬৫), ২৮ নম্বর ওয়ার্ডের শামিউল হক (৪২), ২০ নম্বর ওয়ার্ডের শহিদুর রহমান (৫৫), একই ওয়ার্ডের মাহনাফ তাহমিদ লাবিব (২৫), ১৮ নম্বর ওয়ার্ডের আবু হানিফ (৩৬), ৩ নম্বর ওয়ার্ডের দেলোয়ার হোসেন (৩০), একই ওয়ার্ডের আশরাফুল ইসলাম ((৪৫), ৯ নম্বর ওয়ার্ডেরআবু মোহাম্মদ মিজানুর রহমান (৩৪), এবং চারঘাটের আনিসুর রহমান (৫২) ও মিজানুর রহমান (২২)।


আরও পড়ুন : নগরীর চারজনসহ রামেক ল্যাবে ২১ জনের করোনা শনাক্ত


স/রা