রামেক হাসপাতালের ল্যাবে আরো ১৮ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা পরীক্ষা ল্যাবে বুধবার আরো ১৮ জনের করোনা ধরা পড়েছে। ল্যাবটিতে কারিগরী ত্রুটি দেখা দেয়ায় বুধবারের ফল বৃহস্পতিবার প্রকাশ করে হাসপাতাল কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালটির উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

শনাক্ত হওয়া রোগীদের মধ্যে রাজশাহী নগরীর ৬ জন, রামেক হাসপাতালে চিকিৎসাধীন ৩জন, পুলিশ হাসপাতালে ২জন, মোহপুর উপজেলার ৩জন, দুর্গাপুরের ১, পুঠিয়ার ১, পবার ২ জন।

ডা. সাইফুল ফেরদৌস জানান, বুধবার ল্যাবটিতে এক সিফটে মোট ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ১৮ জনের করোনা পজিটিভ। ল্যাবটিতে কারিগরী ত্রুটি দেখা দেয়ায় ফল প্রস্তুতে সময় লেগেছে। তবে এখন ল্যাব ঠিক আছে।


আরও পড়ুন : রামেক’র ল্যাবে ৪৩ জনের করোনা শনাক্ত


এর আগে বুধবার একই দিনে রামেক এর ল্যাবে ৪৩ জনের নমুনায় করোনা ধরা পড়ে যাদের মধ্যে ২ জন রাজশাহীর, পাবনার ৩৫ জন ও নাটোরের ৬জন। এদিন ল্যাবটিতে দুই সিফটে নমুনা পরীক্ষা করা হয়।

স/রা