রামেক’র ল্যাবে ৪৩ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী মেডিকেল কলেজের করোনা পরীক্ষা ল্যাবে আরো ৪৩ জনের নমুনায় করোনা ধরা পড়েছে। যা ল্যাবটিতে একদিনের পরীক্ষায় সর্বোচ্চ শনাক্ত। বুধবার (১৭ জুন) ল্যাবটির ইনচার্জ ডা. সাবেরা গুলনাহার বিষয়টি নিশ্চিত করেন।

৪৩ জনের মধ্যে রাজশাহী জেলার ২জন, পাবনার ৩৫জন ও নাটোরের ৬জন।

তিনি জানান, বুধবার দুই সিফটে মোট ১৮৮ জনের নমুনা পরীক্ষার জন্য পিসিআর মেশিনে তোলা হয়। তবে ১৮৩ জনের নমুনার ফল ঠিক মতো পাওয়া গেছে। এদের মধ্যে মোট ৪৩ জন করোনা পজিটিভ। যা এই ল্যাবে এক দিনের হিসেবে সর্বোচ্চ শনাক্ত। শনাক্তদের মধ্যে রাজশাহী জেলার ২জন, পাবনার ৩৫জন ও নাটোরের ৬জন।

এদিকে রাজশাহী মিডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় ল্যাবে কারিগরী ত্রুটির জন্য পরীক্ষার ফল পেতে দেরি হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালটির উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

স/রা