রামেক হাসপাতালের ইন্টার্নি চিকিৎসকদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক:

রামেক হাসপাতালের শিক্ষানবিশ (ইন্টার্নি) চিকিৎসকদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে এ কর্মসূচি প্রত্যাহর করে কাজে যোগ দিয়েছেন ইন্টার্নি চিকিৎসকরা।

এদিকে, রাবি শিক্ষককে মারপিটের জের ধরে আদাতে মামলা দায়ের হওয়ার প্রতিবাদে রামেক হাসপাতালের পরিচালকের কার্যালয়ের সামনে সোমবার সকাল ১০টার দিক থেকে তারা কাজ ফেলে অবস্থান কর্মসূচি শুরু করেন। এতে করে ভোগান্তি নেমে আসে রোগীদের মাঝে।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারী রাতে রামেক হাসপাতালের ৩০ নং ওয়ার্ডে ইন্টার্ন চিকিৎসকের সাথে খারাপ ব্যবহার করা হয়েছে এমন অভিযোগের প্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক এনামুল জহিরকে মারধর করা হয়।

তার প্রেক্ষিতেই গত বৃহস্পতিবার রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালত (রাজপাড়া থানা) এর বিচারক মো. কুদরাত-ই-খোদা ২৫ ফেব্রুয়ারীর মধ্যে প্রকৃত ঘটনা তদন্ত করে রিপোর্ট প্রদানের নিদের্শ দেন রাজপাড়া থানার ওসিকে।

স/অ