বুধবার , ২৮ সেপ্টেম্বর ২০১৬ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রামেক ছাত্রলীগকর্মীকে মারপিট: দু’গ্রুপের মধ্যে উত্তেজনা

Paris
সেপ্টেম্বর ২৮, ২০১৬ ২:২৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মেডিকেল কলেজের এক ছাত্রলীগ কর্মীকে পিটিয়েছে প্রতিপক্ষরা। বুধবার দুপুর দেড়টার দিকে মেডিকেল কলেজের পিংকু হোস্টেলের পেছনে বন্ধগেট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত রামেকের ৫৭তম এমবিবিএস’র প্রথম বর্ষের শিক্ষার্থী সজিব হোসেন (১৯) আহত হয়েছেন।

 

ওই শিক্ষার্থীকে রামেক হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এ নিয়ে রামেক কলেজ ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

 

কি কারণে ঘটনাটি ঘটেছে, তা নিয়ে কেউ মুখ খুলছে না। তবে একটি বিশ্বস্ত সূত্রের খবর, প্রেমঘটিত কারণে সজিবকে পেটানো হয়েছে। রামেক ছাত্রলীগের ৪-৫ জন কর্মী মিলে তাকে পিটিয়েছেন।

 

নগরীর বন্ধগেট এলাকার ওয়েলডিং শ্রমিক লুৎফর রহমান সিল্কসিটি নিউজকে জানান, শিক্ষার্থী সজিব  দুপুরে খাবার খাওয়ার জন্য রামের প্রাচীরের উত্তর পাশে বন্ধগেট এলাকার হোটেলে আসেন। তিনি হোটেলের সামনে আসামাত্র রামেক ছাত্রলীগের কর্মী আশিকুর রহমান ও ফাহিমসহ অপর ৪-৫ জন এসে তাকে ঘিরে ফেলেন।

 

এসময় ওই শিক্ষার্থীরা কয়েকজনে মিলে সজিবকে ধরে পেটাতে থাকেন। একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলে মারপিটকারীরাই ফের তাকে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন।

 

এ দিকে ওই ঘটনার পরে মেডিকেল কলেজ ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

 

বিষয়টি স্বীকার করেন নগরীর রাজপাড়া থানার ওসি আমান উল্যাহ। তিনি বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।

স/আর

 

সর্বশেষ - রাজশাহীর খবর