রামেক ল্যাবে একদিনে পাবনার ৩১ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেক:

রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) করোনা পরীক্ষা শনিবার (৬ জুন) ল্যাবে পাবনার ৩১ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। যা একদিনের হিসেবে সর্বোচ্চ। এদের মধ্যে একজন চিকিৎসক। বিষিয়টি নিশ্চিত করেছেন ল্যবটির পরিচালক প্রফেসর ডা. সাবেরা গুলনাহার।

পাবনায় একদিনে ডাক্তারসহ ৩১ জনের নমুনায় করোনা শনাক্ত।

তিনি জানান, শনিবার দুই সিফটে মোট ১৮৮ জনের নমুনা পরীক্ষা জন্য পিসিআর মেশিনে তোলা হয়। যার মধ্যে ১৬৬ জনের নমুনা পরীক্ষার ফল পাওয়া যায়। যেখানে পাবনার মোট ৩১ জনের নমুনায় করোনা ধরা পড়ে। আক্রান্তদের মধ্যে একজন চিকিৎসক আছেন বলেও তিনি নিশ্চিত করেন।

এদিকে শনিবার আরো ৩১ জন  শনাক্তের পর পাবনা জেলায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ১০৩জন। জেলাটিতে করোনা আক্রান্ত  ২জন মারা যারা গেছে। ১ জন হাসপাতালে রয়েছেন। আর এপর্যন্ত সুস্থ হয়েছেন ৮ জন।

স/রা