রামেকে ডিজিটাল এক্স-রে মেশিনের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের চিকিৎসার মান উন্নয়নের ডিজিটাল এক্স-রে মেশিনের উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার সকাল ১০টায় রামেক হাসপাতালের রেডিওলজি বিভাগে এ মেশিনের উদ্বোধন করা হয়।
ডিজিটাল এক্স-রে মেশিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সদর আসনের সাংসদ ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফজলে হোসেন বাদশা।

উদ্বেধণ শেষে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এএফএম রফিকুল ইসলাম সিল্কিসিটি নিউজকে জানায়, ডিজিটাল এক্স-রে মেশিনে প্রতিদিন ৪০ থেকে ৫০টি এক্স-রে করা হবে। আর বাকি গুলো আগের মেশিনে করা হবে।

তিনি বলেন,  এর  এক্স-রে বাইরে করতে গেলে সাড়ে ৪০০ থেকে ৫০০ টাকা  খরচ হয়। এখনে সাধারণ রোগীরা মাত্র ২০০ টাকায় করাতে পারবে। ফলে এর মাধ্যমে রামেক হাসপাতাল রোগ নির্ণয়ের ক্ষেত্রে আরো এক ধাপ এগিয়ে গেল।

এসময় উপস্থিত ছিলেন, রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এএফএম রফিকুল ইসলাম, উপ-পরিচালক গাজী সাইফুল আলম চৌধুরী, সহকারী পরিচালক ডা. তৌফিকুল ইসলাম বেলাল, রামেক  কলেজের অধ্যাপক মাসুম হাব্বিব, ভাইস পেন্সিপাল নওশেদ আলীসহ বিভিন্ন ওয়ার্ডের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

 

স/আ