রাবেয়া ও রোকাইয়ার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জোড়া মাথার শিশু রাবেয়া ও রোকাইয়াকে দেখেছেন এবং খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ‘শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট’র উদ্বোধন করতে এসে প্রধানমন্ত্রী জোড়া মাথার শিশু দুটিকে দেখতে যান।

তাদের দেখার সময় প্রধানমন্ত্রী শিশু দুটির হাত ধরে আদর করেন। একইসঙ্গে শিশু দুটির চিকিৎসার খোঁজখবর নেন। তাদের বাবা-মাকে সান্ত্বনা ও সাহস দেন তিনি।

এর আগে আজ বুধবার দুপুরে প্রধানমন্ত্রী ‘শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট’ উদ্বোধন করেন। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল সংলগ্ন এলাকায় ৫০০ শয্যাবিশিষ্ট এ প্রতিষ্ঠানটিকে বিশ্বের সবচেয়ে বড় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট বলছেন বিশেষজ্ঞরা।