রাবি ভিসির বাসভবনে তালা ঝুলিয়েছে ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য এম আব্দুস সোবহানকে নিজ বাসভবনকে তালাবদ্ধ করেছে ছাত্রলীগ। আজ সোমবার (১১ জানুয়ারি) রাতে চাকুরি প্রত্যাশী সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতাকর্মীরা উপাচার্যের বাসভবনে তালা মেরে অবস্থান কর্মসূচি পালন করছেন৷

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সোমবার অফিস চলাকালে জালাল নামের একজনকে সেকশন অফিসার পদে এডহক নিয়োগ দেয়। এর পর থেকে অন্যান্য চাকুরি প্রার্থীরা সন্ধ্যার পর থেকে উপাচার্যের বাসভবনের সামনে জড় হতে থাকেন। তারপর রাত সারে ৯টায় তালাবদ্ধ করেন। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত তালাবদ্ধ আছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

বর্তমানে প্রায় ৩০ জন প্রত্যাশী প্রার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করছেন। এসময় অনেকে উপাচার্যের পদত্যাগ দাবি করছেন।এ প্রতিবেদনটি লেখা পর্যন্ত বাসভবনটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে এবং চাকুরি প্রত্যাশীরা সেখানে অবস্থান করছেন৷

জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, আমরা জানতে পেরেছি আজ এডহকে একজনের চাকরি হয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীদের কেন চাকরি হচ্ছে না, সেটি জানতে গিয়েছিলাম।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বলেন, প্রধানমন্ত্রী কার্যালয় থেকে একজন প্রতিবন্ধি ছেলেকে চাকরি দেওয়ার জন্য একটি চিঠি আসে। যেহেতু নিয়োগে বন্ধে শিক্ষামন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা রয়েছে৷ তাই আমি বিষয়টি সচিব জানিয়েছি। তিনি নিয়োগ দিতে বলেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রার্থী বলেন, আমাদেরকে ২০১৭ সাল থেকে উপাচার্য আশ্বাস দিয়ে আসছে। কিন্তু চাকরি হচ্ছে না।

স/অ