রাবির সাংবাদিকতা বিভাগের রজত জয়ন্তী উৎসবের নিবন্ধন শুরু

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের রজত জয়ন্তী উৎসবের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হয়। নিবন্ধন চলবে আগামী ৩১ মার্চ পর্র্যন্ত। বৃহস্পতিবার সকালে বিভাগের সভাপতি ড. প্রদীপ কুমার পাণ্ডে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৯ ও ২০ এপ্রিল এ উৎসব অনুষ্ঠিত হবে। নিবন্ধনের জন্য সাবেক শিক্ষার্থীদের একহাজার পাঁচ শ (একা), দুইহাজার পাঁচশ (দম্পতিসহ) এবং বর্তমান শিক্ষার্থীদের জন্য পাঁচশ টাকা ধার্য করা হয়েছে। বিভাগের কার্যালয়ে থেকে নিবন্ধন ফরম পাওয়া যাবে। ফরম পূরণ করে তা অগ্রণী ব্যাংক রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখায় রজত জয়ন্তী উদ্যাপন তহবিল, সঞ্চয়ী হিসাব নং- ০২০০০০১১৭৮০০৫২ নম্বরে প্রদান করা যাবে। এ ছাড়া বিকাশ এবং রকেটের মাধ্যমেও নিবন্ধনের টাকা পাঠানো যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রজত জয়ন্তী উপলক্ষে প্রকাশিতব্য সুভ্যেনিরে বিভাগের সাবেক শিক্ষার্থীদের কাছ থেকে স্মৃতিচারণমূলক লেখাও আহবান করা হয়েছে। নিবন্ধন সংক্রান্ত যেকোন প্রয়োজনে ০১৭১৬৭৮৯৭৮৩ এবং ০১৭১২০৮৫৬০০ নম্বরে যোগাযোগ করা যাবে।
স/শ