রাবির ভর্তি পরীক্ষার আবেদন ফি কমানোর দাবিতে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ফি কমানোর দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে ছাত্রদল। বৃহস্পতিবার বিকেলে উপাচার্যের পক্ষে প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান স্মারকলিপিটি গ্রহণ করেন।

স্মারকলিপিতে সংগঠনটির নেতাকর্মীরা উল্লেখ করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রায় আশিভাগ শিক্ষার্থী অস্বচ্ছল, গরিব পরিবারের সন্তান। তারা মেধা ও যোগ্যতার ভিত্তিতে এই বিশ্ববিদ্যালয়ে নিজেদের অবস্থান করে নিচ্ছে। কিন্তু ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনে ৫৫ টাকা এবং চূড়ান্ত আবেদনে ১৯৮০ টাকাসহ সর্বমোট দুই হাজার ৩৫ টাকা নির্ধারণ করা ভর্তিচ্ছুদের জন্য বোঝা হয়ে দাঁড়াবে। এতে অনেকে ভর্তি কার্যক্রমে অংশগ্রহণে নিরুৎসাহিত হবে।

স্মারকলিপি গ্রহণের সময় রাবি শাখা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সহ-আইন বিষয়ক সম্পাদক আহসান হাবীব, সদস্য মাহমুদুল হাসান, শামস্ দীপ্ত, ওয়াজেদ, এমএ তাহের প্রমুখ উপস্থিত ছিলেন।

স/শা