রাবির পরিবহন কর্মচারীদের মারধরকারী পুলিশের শাস্তি দাবি

নিজস্ব প্রতিবেদক, রাবি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিবহন দপ্তরের দুই কর্মচারীকে মারধরের ঘটনায় জড়িত পুলিশ সদস্যের শাস্তির দাবি জানিয়েছে পরিবহন টেকনিক্যাল কর্মচারী সমিতি। একইসাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় না আনলে কঠোর কর্মসূচির ঘোষণাও দিয়েছে তারা। রবিবার দুপুর ১২টায় কর্মচারী সমিতি প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এসব দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোর্ট, দেওয়ানপাড়া ও বানেশ্বর রুটে বিভিন্ন সময় গাড়ির ড্রাইভার ও হেলপারকে মারধরের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার নওহাটা কলেজ মোড় এলাকায় বাসচালক ও হেলপারকে মারধর করে পুলিশ। ঘটনার তিনদিন পেরিয়ে গেলেও ওই পুলিশের বিরুদ্ধে আমরা কোন ব্যবস্থা নিতে দেখিনি।

এ ছাড়াও মাহেন্দ্র্রা রুটের বাসচালক ও কন্ডাকটারকে বিভিন্ন সময় পুলিশ হুমকিও দিয়েছে। এসব কোন ঘটনারই বিচার আমরা পাইনি।

যদি অতি দ্রুত এসব ঘটনার বিচার না করা হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে ঘোষণা দেয়া হয়।

স/বি