রাবির দুই পরিবহন কর্মচারীর বিরুদ্ধে শিক্ষকের মামলা

নিজস্ব প্রতিবেদক, রাবি:

বাসের ধাক্কায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষকসহ তিনজন আহতের ঘটনায় বিশ্ববিদ্যালয়েরই দুই পরিবহন কর্মচারীর বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। গতকাল বুধবার রাতে নগরীর মতিহার থানায় দুর্ঘটনায় আহত হওয়া রাবির ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস) বিভাগের ওই শিক্ষক বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদৎ হোসেন বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বাসের ধাক্কায় আহত হওয়া আইবিএস’র শিক্ষক কামারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের বাস ড্রাইভার আব্দুস সালাম ও হেলপার আব্দুল হাইকে আসামি করে বুধবার সন্ধ্যায় থানায় মামলা করেছেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, গত ১৪ অক্টোবর বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর এলাকায় বিশ্ববিদ্যালয়ের একটি বাস আইবিএস’র শিক্ষক কামারুজ্জামানের প্রাইভেট কারকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তার গাড়িটির পেছনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় বাসের ধাক্কায় প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটি অটোরিকশাকে ধাক্কা দিলে দুই অটোযাত্রীসহ ওই শিক্ষক আহত হন।’

মামলার বাদী কামারুজ্জামান বলেন, ‘বাসের ধাক্কার ধরণ দেখে মনে হচ্ছে এটা কোন দুর্ঘটনা নয়। কেউ পরিকল্পিতভাবে এই কাজটি করেছে বলে আমার ধারণা হচ্ছে। বিষয়টির সত্যতা নিরূপণের জন্য আমি থানায় মামলা করেছি।’

মামলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই আব্দুল মমিন বলেন, ‘আমাকে মামলার তদন্তের দায়িত্বভার দেওয়া হয়েছে। ইতোমধ্যেই তদন্ত শুরু করেছি।’

স/শা