রাবির ছাত্রী হলসমূহের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রী হলসমূহের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মহিলা জিমনেসিয়াম মাঠে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান প্রধান অতিথি হিসেবে বর্ণিল বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার অনুষ্ঠানিক উদ্বোধন করেন ।

বেগম খালেদা জিয়া হলের প্রাধ্যক্ষ ড. মোছা. ফেরদৌসী বেগমের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা। সেখানে অন্যান্যের মধ্যে হলসমূহের প্রাধ্যক্ষ, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রভাষ কুমার কর্মকার, ছাত্র-উপদেষ্টা প্রফেসর জান্নাতুল ফেরদৌস, প্রক্টর প্রফেসর মো. লুৎফর রহমান, শচীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিরিন আক্তার মশাল প্রজ্জ্বালন করে। এছাড়া প্রত্যেক হলের শিক্ষার্থীরা পৃথকভাবে বিভিন্ন ডিসপ্লে প্রদর্শন করে।

বিকেলে হল প্রাধ্যক্ষবৃন্দ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার প্রদান করেন। প্রতিযোগিতার ১৩টি ইভেন্টে শতাধিক খেলোয়াড় অংশ নেয়। রাজশাহী বেতারের উপস্থাপক রোকন মাসুম ক্রীড়ানুষ্ঠানটির ধারাবর্ণনা করেন।
স/শ