রাবির ওয়ার্ল্ড লিংকআপ’র সভাপতি শাহাদুজ্জামান, সম্পাদক নিশাত

নিজস্ব প্রতিবেদক, রাবি:

জাতিসংঘের ১৭টি লক্ষ্য নিয়ে কাজ করা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্বেচ্ছাসেবী সংগঠন ওয়ার্ল্ড লিংকআপ’র নতুন কমিটি গঠন করা হয়েছে। দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহাদুজ্জামানকে সভাপতি ও গণিত বিভাগের একই বর্ষের শিক্ষার্র্র্র্র্র্র্থী নিশাত খন্দকারকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করেন প্রতিষ্ঠাতা সভাপতি মাসুম বিল্লাহ।

শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মমতাজ উদ্দীন কলাভবনে আয়োজিত সংগঠনের বার্ষিক সাধারণ সভায় এক বছর মেয়াদী এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মিনহাজুল ইসলাম, আফসানা মাহমুদ, মিজানুর রহমান রানা, শাহাবুল ইসলাম, ফিরোজ হোসেন, সহ-সাধারণ সম্পাদক হিয়া মুবাশিরা, কোষাধ্যক্ষ এস বি মেহেদি। সংগঠনের অ্যাডমিন প্যানেলের সদস্যরা হলেন জান্নাতুল যুথি, তানভির রহমান, সাগর হোসাইন, মাহবুবা ইতি, সাইদুর রহমান, তানিয়া সরকার।

এছাড়া ১৭টি লক্ষ্য নিয়ে কাজ করা টিমগুলোর কো-অর্ডিনেটররা হলেন তানিয়া সরকার (নো পোভার্টি টিম), সুমাইয়া রহমান (জিরো হাঙ্গার), রাফি (গুড হেলথ), জান্নাতুল যুথি (কোয়ালিটি এডুকেশন), রবিন (ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ), মাহিয়া বিন জাহান (ইন্ডাস্ট্রি, ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার), ঐশি (রিডিউজড ইনেকুয়ালিটিস), সাজেদুর রহমান (সাসটেইনেবল টিম), সাদিয়া ইসলাম (রেসপন্সিবল কনজামপশন অ্যান্ড প্রোডাকশন), সালমান হায়দার (ক্লাইমেট অ্যাকশন), রুবাইয়া (লাইফ অন ল্যান্ড), সিফাত (পিস, জাসটিস অ্যান্ড স্ট্রং ইনস্টিটিউশন), রেদওয়ানুল হক বিজয় (জার্নালিজম ফর এসডিজি), হাসান শাহরিয়ার (ফটোগ্রাফি ফর এসডিজি), শামীম হোসাইন (আইটি ফর এসডিজি), অন্তর শেখ (কালচারাল টিম ফর এসডিজি)।

স/শা