রাবির আকাশে অদ্ভুত আলোকরশ্মি!

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আকাশে আজ বৃহস্পতিবার রাতে হঠাৎ এক আজব আলোকরষ্মির দেখা মেলে। রাত পৌনে ৭টার দিকে উত্তর দিক থেকে ময়ূরের পেখমের মতো ক্ষিপ্র গতিতে দক্ষিণ দিকে ধাবিত হয় আলো। প্রায় ৫ মিনিট স্থায়ী হয় এই আলোর ছটা। এ নিয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক কৌতুহল সৃষ্টি হয়েছে।

এ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবারে শিক্ষার্থী জিদনি রহমান পোস্টে লেখেন, হবিবুর রহমান মাঠে হঠাৎ এ ধরনের আলো দেখা যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, এই আজব আলোর ছুটে চলার দৃশ্য দেখেছেন দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ। কেউ বলছেন ধুমকেত, কেউ বলছেন বিশালাকৃতির উল্কাপিণ্ড। আবার কারো কারো ধারণা মহাকাশে উৎক্ষেপণকৃত স্যাটেলাইটের কোনো খণ্ডিত অংশ হতে পারে এটি কিংবা ইউএফও। আবার কেউ ভারতের ক্ষেপনাস্ত্র পরীক্ষা বলছে।

জি/আর